আমাদের বাংলাদেশ

Tuesday, December 23, 2014

৩৪ তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল

৩৪ তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮২২ জন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এর ওয়েবসাইটে বৃহস্পতিবার এই ফল প্রকাশ করা হয়।
পরীক্ষার ফল দেখতে ক্লিক করুন

এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ৫২টি পদে নিয়োগের জন্য মৌখিক পরীক্ষার মুখোমুখি হবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ.ই.ম. নেছার উদ্দিন জানান, কমিশনের ওয়েবসাইটে ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল পাওয়া যাচ্ছে। আগামী ২৬ জানুয়ারি থেকে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হবে।

এছাড়া টেলিটক মোবাইল থেকেও জানা যাবে পরীক্ষার ফল। মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে BCS স্পেস 34 স্পেস রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফল জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

0 comments:

Post a Comment