![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1KXcazHiUcCD_YhqD_7gBaDYwLd9l8Sb6dmp-AnMycie_2HUuN4-TnQJffk4cib8GCrm7Vl8iPfght3r9AzqKuVbZ3-nTpVKVWhG7C0aLqhh4eEnt4_H7XRYvA20AJJ0u3Og7ZmlMBy38/s1600/m.amg.usmani.jpg)
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক
সেক্টর কমান্ডার গণ :
১ নং : মেজর জিয়াউর রহমান [ বীর উত্তম ]
সেক্টর এলাকা – চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। সময় – এপ্রিল-জুন পর্যন্ত।
১ নং : মেজর রফিকুল ইসলাম [ বীর উত্তম ]
সেক্টর এলাকা – চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। সময় –
২ নং : মেজর খালেদ মুশাররফ [ বীর উত্তম ]
সেক্টর এলাকা – নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব, ঢাকা ফরিদপুর। সময় –
এপ্রিল-জুন পর্যন্ত।
২ নং : মেজর এ, টি, এম হায়দার [ বীর উত্তম ]
সেক্টর এলাকা – নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব, ঢাকা ফরিদপুর। সময় – জুন-ডিসেম্বর
পর্যন্ত।
৩ নং : মেজর কে, এম সফিউল্লা [ বীর উত্তম ]
এলাকা – আখাউড়া, ভৈরব, কুমিল্লা, হবিগঞ্জ, ঢাকা জেলার কিছু অংশ। সময় – এপ্রিল-সেপ্টেম্বর
পর্যন্ত।
৩ নং : মেজর এ, এন, এম নুরুজ্জামান [ বীর উত্তম ]
এলাকা – আখাউড়া, ভৈরব, কুমিল্লা, হবিগঞ্জ, ঢাকা জেলার কিছু অংশ। সময় –
সেপ্টেম্বর-ডিসেম্বর পর্যন্ত।
৪ নং : মেজর চিত্ত রঞ্জন দত্ত [ বীর উত্তম ]
এলাকা – সিলেটের খোয়াই সায়েস্থাগঞ্জ রেল লাইন বাদে পূর্ব ও উত্তর কিছু অংশ।
সময় – ডিসেম্বর পর্যন্ত।
৫ নং : মেজর মীর শওকত আলী [ বীর উত্তম ]
এলাকা – সিলেট ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ ময়মনসিংহ জেলার সীমান্ত পর্যন্ত। সময় –
ডিসেম্বর পর্যন্ত।
৬ নং : উইং কমান্ডার এম, কে, বাশার [ বীর উত্তম ]
এলাকা – রংপুর জেলা এবং দিনাজপুর ও ঠাকুরগাও জেলা পর্যন্ত। সময় – জুলাই-ডিসেম্বর
পর্যন্ত।
৭ নং : মেজর নাজমুল হক [ বীর উত্তম ]
এলাকা – দিনাজপুর রাজশাহী, পাবনা ও বগুড়া পর্যন্ত। সময় – জুলাই-আগস্ট পর্যন্ত।
৭ নং : মেজর কাজী নুরুজ্জামান [ বীর
উত্তম ]
এলাকা – দিনাজপুর রাজশাহী, পাবনা ও বগুড়া পর্যন্ত। সময় – আগস্ট-ডিসেম্বর
পর্যন্ত।
৮ নং : মেজর আবু ওসমান চৌধুরী [ বীর মুক্তিযুদ্ধা
]
এলাকা – বৃহত্তর যশোর, ফরিদপুরে এবং দোলদপুর সাতক্ষীরা সড়ক বাদে খুলনা
পর্যন্ত। সময় – এপ্রিল-আগস্ট পর্যন্ত।
৮ নং : মেজর এম, এ, মঞ্জুর [ বীর
উত্তম ]
এলাকা – বৃহত্তর যশোর, ফরিদপুরে এবং দোলদপুর সাতক্ষীরা সড়ক বাদে খুলনা পর্যন্ত।
সময় – আগস্ট-ডিসেম্বর পর্যন্ত।
৯ নং : মেজর এম, এ, জলিল [ বীর মুক্তিযুদ্ধা
]
এলাকা – দোলদপুর সাতক্ষীরা সড়ক থেকে দঃ খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলা
পর্যন্ত। সময় – ডিসেম্বর পর্যন্ত।
১০ নং সেক্টর :-
অভ্যন্তরীণ নো-পথ এবং সমুদ্র উপকূলীয় অঞ্চল ব্যতিত চট্টগ্রাম ও চালনা নোবন্দর।
মুক্তিবাহিনীর ট্রেনিংপ্রাপ্ত নো-কমান্ডার যখন যে সেক্টরে এ্যাকশন করেছেন তখন সে
সব সেক্টর কমান্ডারদের নির্দেশ মোতাবেক কাজ করেছেন।
১১ নং : মেজর আবু তাহের [ বীর উত্তম ]
এলাকা – কিশোরগঞ্জ বাদে ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা। সময় – আগস্ত-নভেম্বর
পর্যন্ত।
১১ নং : স্কো, লি এম, হামিদুল্লাহ খান
এলাকা – কিশোরগঞ্জ বাদে ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা। সময় – নভেম্বর-ডিসেম্বর
পর্যন্ত।
অতিরিক্ত সেক্টর কমান্ডার কাদের সিদ্দিকী
এলাকা – টাঙ্গাইল জেলা ছাড়া ময়মনসিংহ ও ঢাকা জেলার অংশ বিশেষ। এই বাহিনীর
সদস্য সংখ্যা ১৫০০০ এবং এ্যাকশন লড়াই তিন শতাধিক।
0 comments:
Post a Comment