গুগল ডেভেলপারস গ্রুপ (জিডিজি) বাংলার কমিউনিটি ব্যবস্থাপক জাবেদ সুলতান বলেন, ‘এই রেকর্ডসংখ্যক অবদানের কারণে গুগলের যান্ত্রিক অনুবাদ সেবা গুগল ট্রান্সলেটে বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে। দেশের ৮১টি স্থানে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় চার হাজারের বেশি স্বেচ্ছাসেবক।’
জিডিজি বাংলা ফেব্রুয়ারি মাসের শুরু থেকে গুগল অনুবাদে বাংলার জন্য অবদানের এই বিশেষ কর্মসূচি নিয়েছে ৷ কর্মসূচি চলবে পয়লা বৈশাখ পর্যন্ত ৷ এখানে অবদান রাখা যাবে www.translate.google.com/community এই ঠিকানায়৷
রম চলে। সব ভাষাতেই ভালো সাড়া মিলেছে ৷ তবে ২৬ মার্চ বাংলার জন্য অনুবাদের হিসাব সবকিছুকে ছাপিয়ে গেছে।
তথ্য সূত্রঃ প্রথম আলো